মোবাইল কোর্টের গুরুত্বপূর্ণ খবরসমূহ
|
2019-10-15 - মা ইলিশ শিকার করায় ১৮ জেলের ১ বছরের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ১৮ জেলে ১ বছরের জন্য কারাদন্ড রাত ৯ ঘটিকা হতে ২ ঘটিকা পর্যন্ত চর শিবালয়, জাফরগঞ্জ ও পাটুরিয়া সংলগ্ন পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১৮ জেলেকে আটক করা হয়। প্রায় ১০০০০ মিটার কারেন্ট জাল ও ৪ মন মা ইলিশ জব্দ করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী সাদ্দাম হোসেন রনি, মো: বকুল শেখ, বিল্লাল, কাইয়ুম, ইদ্রিস, ইমান হোসেন, মো: রাকিবুল, আনিছ, সাইদুর, আনিছ, লেবু, সাইফুল, মফিদুল, এমদাদুল, মো: নূর জামান, মো: সাহাবুদ্দিন, মো: মিনটু, রহমত আলি প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়েছে। ৪ মন ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। সহযোগিতা করেন উপজেলা মৎস কর্মকর্তা আতিয়ার রহমান ও নৌ পুলিশের এস এস জহিরুল ইসলামের সমন্বয়ে ১৫ সদস্যের একটি টিম। মা ইলিশ রক্ষার্থে প্রশাসন কঠোর অবস্থানে। নদীতে মাছ ধরা অবস্থায় যাকে পাওয়া তাকেই জেল দেয়া হবে।
|
|
2019-10-14 - বগুড়ার শেরপুরে ইলিশ মাছ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান
বগুড়ার শেরপুর উপজেলা সিনিয়র অফিসারের উদ্যোগে জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত আলী সেখ পৌরসভাস্থ বারোদুয়ারী হাটসহ বিভিন্ন জায়গায় মাছের বাজারে মোবাইল কোর্টের অভিযান চালান। তবে বাজারে কোন ইলিশ মাছ পাওয়া যায়নি। এছাড়াও বাজারে কারেন্ট জাল ক্রয়-বিক্রয় হচ্ছে কিনা তাও মোবাইল কোর্ট পর্যবেক্ষণ করে। তবে কারেন্ট জালও পাওয়া যায় নি। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাম মাসুদ এবং শেরপুর থানার এস আইসহ সঙ্গীয় পুলিশ সদস্যগণ মোবাইল কোর্টকে সহায়তা করেন। এসময় ্মাছ ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে ইউএনও বলেন, দেশের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় এগিয়ে আসুন, জাতীয় উন্নয়নে অবদান রাখুন।সরকার দেশ-জাতির বৃহত্তর স্বার্থে ০৯/১০/২০১৯ তারিখ থেকে ৩০/১০/২০১৯ তারিখ পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছেন। এ সময় সমগ্র দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং বিনিময় নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই আইন লঙ্ঘনকারীকে ২ বছর পর্যন্ত জেল এবং ৫০০০/- টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। সরকারের বিধি-নিষেধ মেনে চলার জন্য সকলকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। এ সময় মাছ ব্যবসায়ীদের মাঝে সচেতনাতমূলক লিফলেট প্রচার করা হয়। http://www.bijoybanglabd.com/article/5692?fbclid=IwAR32pmAX-qS2hmpO-rMTwwB9OrI0qN0lC9ZDhEXJc_r6CjFemNgAM_gQFm8
|
|
2019-10-13 - শিবালয়ে কোটি টাকার কারেন্ট জাল জব্দ ও ধবংস
আজ দুপুর ২ ঘটিকা হতে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত আরিচার বিভিন্ন দোকান ও গুদামে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হয়। পাঁচটি গুদাম থেকে প্রায় ৪০০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয় এবং নিয়মমাফিক ধ্বংস করা হয়েছে। ইসহাক মোল্লাকে নগদ ৫০০০ টাকা জরিমানা করা হয়। বিজয় শীল, হানিফ মোল্লা ও মতু নামক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। এছাড়াও ইলিশ ক্রয়ের দায়ে রুপচান সন্নাসী ও সূর্য কুমার বিশ্বাসকে ৪০০০ টাকা জরিমানা করা হয়েছে। ৮ কেজি ইলিশ জব্দ করে একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। আজকের অভিযান একটি গোয়েন্দা সংস্থা, র্যাব-৪ এবং উপজেলা মৎস অফিসার আতিয়ার রহমানসহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত হয়। মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত চলবে।
|
|
2019-10-11 - শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট
বিকেল ৪.৩০ ঘটিকা হতে ৬ ঘটিকা পর্যন্ত শিবালয়ের আলোকদিয়া চর সংলগ্ন যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নদীতে কারেন্ট জাল ফেলা এবং মাছ শিকারের দায়ে ৮ জেলেকে হাতেনাতে আটক করা হয়। ২০০০ মিটার কারেন্ট জব্দ করা হয়। আইয়ুব শেখ, ফজলুল হক, নূরে আলম, হামিদ আলী, মিরাজুল শেখ, আলমগীর হোসেন, লোকমান শেখ ও মোঃ হাবু প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়েছে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষার্থে প্রশাসন কঠোর অবস্থানে। নদীতে মাছ ধরার জন্য কাউকে পাওয়া গেলে সরাসরি জেল দেয়া হবে। আজকের মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। সহযোগিতা করেন উপজেলা মৎস দপ্তর ও শিবালয় থানা পুলিশ।
|
|
2019-10-11 - বগুড়ার শেরপুরে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন ইউএনও
বগুড়ার শেরপুর সরকারী ১নং খাস খতিয়ানভূক্ত অবৈধ দখল উচ্ছেদ করলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারের পিছনে হ্যাচাপুকুর নামক এলাকায় ছোনকা মৌজার ১ নং খাস খতিয়ানের ৫২ দাগের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ইটের বাড়ি নির্মান করে ওই এলাকার দুখু মিয়ার ছেলে আলহাজ¦ ও মুকুল হোসেন। গত ৮ অক্টেবর বিভিন্ন পত্রিকায় খবরটি প্রকাশ হওয়ায় প্রশাসনের নজরে আসলে শুক্রবার ১১ অক্টেবর বিকেল ৪টায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ । এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর থানা পুলিশের এস আই মোহন্তসহ সঙ্গীয় ফোর্স, ভবানীপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন। জানা যায়, খাস খতিয়ানভুক্ত জমির পরিমাণ ছিল ৮ শতক, যাহার বাজারমূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বুঝিয়ে দেয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সকলের উদ্দেশ্যে বলেন, সরকারী জমি অবৈধ ভাবে দখলেন কোন সুযোগ নেই। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী জমি অবৈধ দখল মুক্ত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। আসুন সরকারী জমি যাতে অবৈধ দখল না হয় সেজন্য সবাই সজাগ থাকি। সকলকে অবৈধ দখলের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। প্রসঙ্গত, ২২ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নির্দেশে ভবানীপুর ইউনিয়নের বিশ্বা এলাকায় বিশ্বা হাইস্কুলের পূর্ব ধারে বিশ্বা মৌজার ১নং খাস খতিয়ান ভুক্ত ৯১৯ নং দাগে ১.৯ শতাংশ জমির উপর নির্মিত অবৈধ ৭টি দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সরকারী খাস খতিয়ানভূক্ত জায়গা দখল মুক্ত করেন। http://www.bijoybanglabd.com/article/5668?fbclid=IwAR1yc7SZ7iQUgUnZohtWfcOzV7iNqCS_MRDJGQWLEg1jlQpSBMkXoJ8hyzs
|
|
2019-09-18 - গাঁজা সেবন ও বহনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
অদ্য ১৮ সেপ্টেম্বর ২০১৯ সকাল ৯ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া লঞ্চ ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় হৃদয় হোসেন (২৫) নামক একজনকে গাঁজা সেবনের সময় আটক করা হয় এবং প্রায় ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। হৃদয়কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামীকে কয়েদ পরোয়ানাসহ মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত গাঁজা নমুনা সংরক্ষণপূর্বক নিয়মমাফিক ধবংস করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। শিবালয় থানা পুলিশ ও নৌ পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট নিয়মিত চলবে।
|
|
2019-09-17 - 2019/09/01
মোবাইল কোর্ট পরিচালনা
|
|
2019-08-28 - বগুড়ার শেরপুরেভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসসহ জরিমানা
বগুড়ার শেরপুরে বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুইটি ফার্মেসীকে জরিমানাও করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- পৌরশহরের হাটখোলা রোড এলাকার ভুঁইয়া ফার্মেসী ও ডন ফার্মেসী। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নির্দেশে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরাফাত হোসেন। ভ্রাম্যমাণ আদালতের ওই নির্বাহী ম্যাজিষ্ট্রেট এই তথ্য নিশ্চিত করে জানান, অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১৯৪০সালের ওষুধ আইনে ভুঁইয়া ফার্মেসীকে নয় হাজার টাকা ও ডন ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওইসব ওষুধ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে-এমনটাই দাবি করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন আরও বলেন, যেখানেই মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যাবে সেখানেই অভিযান ও জেল-জরিমানা করা হবে। একইসঙ্গে লাইসেন্সবিহীন ওষুধের দোকানগুলোতেও এই অভিযান অব্যাহতভাবে পরিচালনা করা হবে। https://tanim.tv/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8/?fbclid=IwAR2I7XoLvtVefe_QVMMboTA16fICdzJyCEyIK1Z5VYLf5P259w4zGJhR8R8 http://www.abnews24.com/country-news/49797/%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A7%A8-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A7%80-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87?fbclid=IwAR3Scn5HhJck4DLf2WtFWDBmsPZY97SJnJPnTLsYUrz7bCtEPqA5ThLwrVQ http://provatinews.com/article/read/6951/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8?fbclid=IwAR3bOg8RYT5B1qOcM5FO8O-Cehi2Gl4J5DI-GbjLz1dc6hRmYoR14b9uP44 http://pundrokotha.com/page.php?pid=8703&fbclid=IwAR1e78fakPDrG3a82GrLU715maVHCV1Pn9x2aMjI0IFLyaX8yzqz2iaMhvE http://bartabd24.com/%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8/?fbclid=IwAR3QU_bBZM64scmsVr0PtPrCloOiSc25KLzbp9ULHukFAz6CGY7g3KP6p5M
|
|
2019-08-28 - শিবালয়ে এ কে ট্রেডিং এর ৪০০০০ টাকা জরিমানা এবং ফ্যাক্টরি সীলগালা
উথলী মোড়ে এ কে ট্রেডিং নিয়ম বহির্ভূতভাবে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ব্যাটারি পুড়িয়ে সীসা সংরক্ষণ এবং বিপণনের করে আসছিল। ব্যাটারি পুড়ানোর সময় এলাকায় যাতায়াতকারী ধোঁয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম ফেরদৌস, মানিকগঞ্জ স্যারের নির্দেশনায় উক্ত ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিশ জন শ্রমিক প্রত্যেকে মুচলেকা দেন এই মর্মে যে এই ধরণের ফ্যাক্টরিতে তারা আর কাজ করবেন না। মালিক মিলন কাজীকে ৪০০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং আদায় করা হয়। ফ্যাক্টরি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে সকল বর্জ এবং চিমনি অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূম) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকির হোসেন। শিবালয় থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন। পরিবেশের সুরক্ষা এবং জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট নিয়মিত চলবে।
|
|
2019-08-25 - বাল্যবিবাহ প্রতিরোধে শিবালয় প্রশাসন
গোপন সংবাদের ভিত্তিতে তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ বাজারের পাশে সাইদুল হকের মেয়ে সানজিদার বাল্য বিয়ে প্রতিরোধ করা হয়। কন্যার বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় আইনানুগভাবে বিয়ে বন্ধের নির্দেশ দেয়া হয়। বিয়ে বাড়ির সাজসজ্জা খুলে ফেলা হয় এবং খাবার রান্না বন্ধ করে দেয়া হয়। বাবা-মা হতে মুচলেকা নেয়া হয় এই মর্মে যে ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না। "বাল্য বিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন সাথে সাথে"।
|