মোবাইল কোর্টের গুরুত্বপূর্ণ খবরসমূহ
|
2019-06-26 - ভ্রাম্যমান আদালত পারিচালনা করে মোঃ জুয়েল, কুমুরিয়া , মাওহা, গৌরীপুর, ময়মনসিংহ, হ্যাচারীর মালিককে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনের ২০০৯ এর ৪৩ ধারায় ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পারিচালনা করে মোঃ জুয়েল, কুমুরিয়া , মাওহা, গৌরীপুর, ময়মনসিংহ, হ্যাচারীর মালিককে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনের ২০০৯ এর ৪৩ ধারায় ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
|
|
2019-06-12 - বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লক্ষ ১৪ হাজার ৬শ টাকা জরিমানা
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন আইনে ৪৭জনকে দন্ডিত করে ১ লক্ষ ১৪ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। আজ (১২ জুন) বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধুনটমোড় (তালতলা) এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। তিনি জানান, ঈদের ছুটি শেষে কর্মমূখিরা কর্মস্থলে যাওয়ায় গাড়ীর চাপ সৃষ্টি হয়েছে। এর মাঝে কিছু উর্তিবয়সের যুবকরা বেপরয়াভাবে মোটরসাইল ড্রাইভিংও করছে এতে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং মোটরসাইকেল মালিকরাও ড্রাইভিং লাইসেন্স, ইন্সুরেন্স, রেজিষ্টেশন বিহীন ও হেলমেট ছাড়াই গাড়ী চালানোর কারনে সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১৯টি মোটর সাইকেল আটক করে ৯টি মোটর সাইকেলের মালিকদেরকে বিভিন্ন আইনে দন্ডিত করে ৩ হাজার ৬শ টাকা জরিমানা করে বাকি ১৬টি কাগজপত্র সঠিক থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। হেলমেট পড়ে মোটরসাইকেলের চালানে ও সম্পূর্ন কাগজপত্র করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। গত মে মাসে ১৬টি মোবাইল কোড পরিচালানা করে বিভিন্ন আইনে ৩৮টি মামলায় ৩৮ জন ব্যাক্তিকে দন্ডিত করে ১ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা করা হয়। শেরপুর থানা পুলিশের সহযোগিতা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ উক্ত মোবাইল কোর্টগুলি পরিচালনা করেন। জনস্বার্থে জননিরাপত্তা নিশ্চিতকরণে, অপরাধ প্রবণতা প্রতিরোধকল্পে আইনের শাসন প্রতিষ্ঠায় শেরপুর উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।--------- রাশেদুল হক,শেরপুর(বগুড়া)সংবাদদাতা: বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গত মে মাসে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখের নের্তৃত্বে ১৬ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৭ টি মামলায় ৩১ হাজার, করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ এর ৩ টি মামলায় ৭ হাজার, পন্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ২৭ টি মামলায় ৬৮ হাজার ও দন্ডবিধি ১৮৬০ এর একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখ বলেন, শেরপুর থানা পুলিশের সহযোহিগতায় জনস্বার্থে জননিরাপত্তা নিশ্চিতকরনে, অপরাধ প্রবনতা প্রতিরোধকল্পে, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে। http://www.bijoybanglabd.com/article/4923?fbclid=IwAR3kFW3dOq3-OjB-7xObUwxQQw1RmKmF7hyWJKvD5B7wwDPaIXcNSX7S_Lw https://bartabazar.com/archives/26618?fbclid=IwAR1s5B-dGI-jBH1q-9hCwKE2LoJgRPOX-cWiT01OCVL7EdS6uePGkreqTno
|
|
2019-06-01 - বগুড়ার শেরপুরে অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান:: ড্রেজার ও প্লাস্টিকের পাইপ ধ্বংস
বগুড়ার শেরপুরে বাঙালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর এলাকার একটি অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়াসহ দুইটি ড্রেজার মেশিন, ১’শ মিটার প্লাস্টিক পাইপ জব্দ করে। পরে এসব খননযন্ত্র ও পাইপে আগুনে জ্বালিয়ে পুড়ে ধ্বংস করা হয়। শনিবার ১ জুন বিকেলে উপজেলা উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের একটি স্বার্থন্বেষী মহল বাঙালী নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে আশপাশের ফসলি জমি এবং অসংখ্য বসতবাড়ি ধ্বসে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা তৈরী হয়েছে। বিষয়টি অবগত হয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা করে বালু উত্তোলনকারীদের পাওয়া না গেলেও তাদের খননযন্ত্র ড্রেজার মেশিন ও প্লাস্টিকের পাইপে আগুন জ্বালিয়ে ভস্মিভূত করা হয়েছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, যেসব পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। -------- রাশেদুল হক, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে বাঙালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর এলাকার একটি অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়াসহ দুইটি ড্রেজার মেশিন, ১’শ মিটার প্লাস্টিক পাইপ জব্দ করে। পরে এসব খননযন্ত্র ও পাইপে আগুনে জ্বালিয়ে পুড়ে ধ্বংস করা হয়। ১ জুন শনিবার বিকেলে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের একটি স্বার্থন্বেষী মহল বাঙালী নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। দীর্ঘদিন থেকে এভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে আশপাশের ফসলি জমি এবং অসংখ্য বসতবাড়ি ধ্বসে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা তৈরী হয়েছে। বিষয়টি অবগত হয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় বালু উত্তোলনকারীদের পাওয়া না গেলেও তাদের খননযন্ত্র ড্রেজার মেশিন ও প্লাস্টিকের পাইপে আগুন জ্বালিয়ে ভস্মিভূত করা হয়েছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, যেসব পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। http://www.bijoybanglabd.com/article/4856?fbclid=IwAR3Bkq1VXD0GxLDDMcrqsyW8vt_mFkpBLyAK6F1idDxfUdS7Xf2BHRVSd5M https://bangla.bdnews24.com/politics/article1628892.bdnews?fbclid=IwAR0nkw2ZdWVdOjHsv7X6YG4dtDKJhXkz0_Ww4_OmOkORjskbIYOcOqFGx_k
|
|
2019-05-18 - বগুড়ার শেরপুরে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ বাস্তবায়নে মোবাইল কোর্ট
আজ ১৮/০৫/২০১৯ তারিখ পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে বের হন জনাব মোঃ লিয়াকত আলী সেখ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শেরপুর, বগুড়া। এসময় মির্জাপুরের হাইওয়ে সংলগ্ন বিভিন্ন চাতাল ও দোকানে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়। বেশ কয়টি চাতালে পাটের মোড়ক ব্যবহার করা হচ্ছে মর্মে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তিনটি চাতালে পাটের মোড়কের পরিবর্তে কৃত্রিম প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় প্রতি চাতালের মালিককে ৩০০০/-টাকা করে মোট ৯০০০/-টাকা জরিমানা আদায় করে মোবাইল কোর্ট। জনস্বার্থে উপজেলা প্রশাসন, শেরপুর, বগুড়ার এই অভিযান অব্যাহত থাকবে।
|
|
2019-05-11 - বিষ মুক্ত আম উৎপাদনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা
বিষমুক্ত আম উৎপাদনে বাঘা উপজেলার তেপুকুরিয়া গ্রামে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা ও জরিমানা আদায়
|
|
2019-05-10 - বগুড়া শেরপুরে রমজানে বাজার মনিটরিং করছে ভ্রাম্যমাণ আদালত: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিম। গত বৃহস্পতিবার (৯ মে) বিকেলে শেরপুর উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ এর নেতৃত্বে এই মনিটরিং করা হয়। এ সময় মূল্যতালিকা ঝুলানে, ভেজাল খাদ্য, ওজন কম না দেয়া, পরিষ্কার-পরিচ্চন্ন রাখা, খাবার ঢেকে রাখা, পন্যে পাটজাত মোড়ক ব্যবহার করা, মেয়াদ-উত্তীর্ন পণ্য/ঔষুধ না রাখার বিষয়ে দোকান-মালিক ব্যবসায়ীদের সর্তক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও মূল্যতালিকা না ঝুলানো, পরিষ্কার-পরিচ্চন্ন না রাখা, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় হোটেল জলযোগ, হোটেল চৈতী, দই ঘর, হোটেল বৈকালী, হোটেল ভি আই পি ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ দোকানে রাখার অপরাধে মেসার্স আসমা ফার্মেসি এবং মাহী মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ জানিয়েছেন, পুরো রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং হবে। এ সময় বাজার মনিটরিংয়ের ৩টি কমিটি সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। জনতার আলো, আব্দুস সালাম শাহীন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে জনস্বার্থে জননিরাপত্তা নিশ্চিতকরণ-আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধ প্রবণতা প্রতিরোধকল্পে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিনব্যাপি থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শেরপুর পৌর শহরের হাইওয়ে সংলগ্ন বিভিন্ন খাবারের দোকান, রেস্টুরেন্ট এবং ঔষুধের দোকানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো. লিয়াকত আলী সেখ। এসময় জলযোগ বেকারীকে মূল্যতালিকা না টাঙ্গানো এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় ৫ হাজার টাকা, চৈতী দইকে ৫ হাজার টাকা, বৈকালী বেকারীকে ৫ হাজার টাকা, দই বাজারকে ৫ হাজরা টাকা ও ভি আই পি দই ঘরকে ৫ হাজার টাকা এবং দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে মেসার্স আসমা ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং মাহী মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও আরো ১০ টি দোকানকে ছোট-খাট অনিয়মের জন্য সতর্ক করা হয়। এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহি অফিসার মো. লিয়াকত আলী সেখ বলেন, জরিমানা আদায়ের পাশাপাশি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার করা, মূল্যতালিকা টাঙ্গানো, ভেজাল না দেয়া, ওজন কম না দেয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাবার ঢেকে রাখা, মেয়াদ-উত্তীর্ন পণ্য/ঔষুধ না রাখা ইত্যাদি বিষয়ে দোকান-মালিকদের সচেতন করা হয়েছে। শেরপুর উপজেলা প্রশাসন জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত রাখবে। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিম। গত বৃহস্পতিবার (৯ মে) বিকেলে শেরপুর উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ এর নেতৃত্বে এই মনিটরিং করা হয়। এ সময় মূল্যতালিকা ঝুলানে, ভেজাল খাদ্য, ওজন কম না দেয়া, পরিষ্কার-পরিচ্চন্ন রাখা, খাবার ঢেকে রাখা, পন্যে পাটজাত মোড়ক ব্যবহার করা, মেয়াদ-উত্তীর্ন পণ্য/ঔষুধ না রাখার বিষয়ে দোকান-মালিক ব্যবসায়ীদের সর্তক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও মূল্যতালিকা না ঝুলানো, পরিষ্কার-পরিচ্চন্ন না রাখা, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় হোটেল জলযোগ, হোটেল চৈতী, দই ঘর, হোটেল বৈকালী, হোটেল ভি আই পি ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ দোকানে রাখার অপরাধে মেসার্স আসমা ফার্মেসি এবং মাহী মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ জানিয়েছেন, পুরো রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং হবে। এ সময় বাজার মনিটরিংয়ের ৩টি কমিটি সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। http://www.bijoybanglabd.com/article/4631?fbclid=IwAR1JQ1we6B3N_7B6w_FjGpFljy9gU_EilWPSJyzGRJJUwaySI84rz3l73rg http://www.provatinews.com/article/read/2680/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4?fbclid=IwAR3-TQGJKBb4zDc5J8yJ2ilWXpWyR58WX2bNsff2iCp03uwPQGkF8sFnEKk https://janataralo.com/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BE/?fbclid=IwAR2FuD3QJ2MjMJJ13v8OdmlaOfPiXKiKph5IpA3wginwJNlxUmzsDqKYtP0 https://www.humanrightsestablish.com/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BE/?fbclid=IwAR1OzuX1Ix8RVU-8rmGfZk3b7209tBtpudk4m_oR0V7TOryUCFnr5ioP3fA
|
|
2019-05-10 - মোবাইল কোর্ট পরিচালনা
অবৈধ ভাবে পুকুর খনন বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ও জরিমানা আদায় 50,000/-
|
|
2019-05-08 - বগুড়ার শেরপুরে দুইমাসে ১২ টি মোবাইল কোর্ট পরিচালিত,২৩ টি মামলায় ২৩ জনকে দন্ডিত
বগুড়ার শেরপুর উপজেলায় গত দুইমাসে ১২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় ২৩ টি মামলায় ২৩ জনকে দন্ড দেয়ার পাশাপাশি ৫৫ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, গত মার্চ ও এপ্রিল মাসে শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে ১২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এরমধ্যে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এ ২টি মোবাইল কোর্টে ২টি মামলায় ২জন দন্ডিত হয় এবং ৩ হাজার টাকা জরিমানা আদায় হয়, করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ আইনে ১০টি মামলায় ১০ জনকে দন্ডিত ৩২ হাজার টাকা জরিমানা আদায়, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) ২০০৫ আইনে ৩টি মামলায় ৩জনকে দন্ডিত ১হাজার ৩শ টাকা জরিমানা আদায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার ২০১০ আইনে ৬টি মামলায় ৬জনকে দন্ডিত ১১হাজার ৫শ টাকা জরিমানা আদায়, মৎস্য খাদ্য ও পশু খাদ্য ২০১০ আইনে ১টি মামলায় ১জনকে দন্ডিত করে ৮ হাজার টাকা জরিমানা আদায় ও দন্ডবিধি ১৮৬০ ১জনকে ১মাস কারাদন্ড সহ মোট ১২টি অভিযানে ২৩টি মামলায় ২৩ জন ব্যক্তিকে দন্ড দেয়া হয়। এ ছাড়া ৫৫ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ বলেন, আইনের সুশাসন প্রতিষ্ঠা, জন নিরাপত্তা নিশ্চিত করণ ও অপরাধ প্রবনতা কমানোর জন্য উপজেলা প্রসাশন ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রাখবে। অপরাধীর শাস্তি নিশ্চিত করনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে। http://www.provatinews.com/article/read/2589/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A8-%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%A8%E0%A7%A9-%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%A8%E0%A7%A9-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%A4?fbclid=IwAR3VosAyK-5HdoLPP6VrG9xXrdp3PoXWLBtghFXgrb2FeAnv2jSCD0ChGzM
|
|
2019-05-07 - বগুড়ার শেরপুরে ৫৫ হাজার ৮’শ টাকা জরিমানা আদায়
বগুড়ার শেরপুরে গত এপ্রিল মাসে ১২ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৩ টি মামলায় ২২ জনের কাছ থেকে ৫৫ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় ও ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, গত এপ্রিল মাসে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মামলায় দুজনকে ৩ হাজার টাকা, করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ মামলায় ১০ জনকে ৩২ হাজার টাকা, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর মামলায় ৬ জনকে ১১ হাজার ৫’শ টাকা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন ২০১৫ এর মামলায় ৩ জনকে ১হাজার ৩’শ টাকা, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর মামলায় একজন কে ৮ হাজার টাকা জরিমানা এবং দন্ডবিধি ১৮৬০ এ ১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এভাবে ভ্রাম্যমান আদালত নিয়মিতভাবে চলতে থাকলে উপজেলায় বিভিন্ন ধরনের অপরাধ দমন ও সরকারের রাজস্ব বাড়বে বলে মনে করেন সচেতন মহল। এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ বলেন, আইনের সুশাসন প্রতিষ্ঠা, জন নিরাপত্তা নিশ্চিত করণ ও অপরাধ প্রবনতা কমানোর জন্য উপজেলা প্রসাশন ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রাখবে। অপরাধীর শাস্তি নিশ্চিত করনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে। https://bartabazar.com/archives/17960?fbclid=IwAR1-O750fstLnYBBz0SPowU1l0RCKwn-gzxRMA6oKXwT8tTN_Eokln9d8YY
|
|
2019-04-23 - বগুড়ার শেরপুরে মোবাইল কোর্টের অভিযান
আজ বগুড়ার শেরপুর পৌরসভা এলাকায় বারোদুয়ারী বাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় দোকানে পণ্যের মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে মেসার্স কাজল ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 38 ধারায় ১০০০/- (এক হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্তিম প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের ব্যধতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১২ ধারায় সরকার ট্রেডার্সকে ২০০০/-(দুই হাজার) এবং ০১ কেজি লবন পরিমাপ করে ৯৮০ গ্রাম পাওয়ায় অর্থ্যাৎ ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারায় এ.আর ট্রেডার্সকে ২০০০/-(দুই হাজার) টাকা জরিমানা করা হয়। এ.এস.আই ফারুকসহ থানা পুলিশের সহায়তায় জনাব মো: লিয়াকত আলী সেখ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,শেরপুর,বগুড়া অত্র মোবাইল কোর্ট পরিচালনা করেন।
|