মোবাইল কোর্টের গুরুত্বপূর্ণ খবরসমূহ
|
2018-05-20 - ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯
খোলা স্থানে খাবার বিক্রয়।
|
|
2018-01-25 - বঙ্গোপসাগরে নিষিদ্ধ বেহুন্দী জাল ব্যবহারের দায়ে ৮ জেলেকে জরিমানা সহ জাল জব্দ
অদ্য ২৫-০১-২০১৮ খ্রিঃ মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড সহযোগে বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০ঃ০০ ঘটিকা থেকে বেলা ৪ঃ০০ তা পর্যন্ত পরিচালিত অভিযানে নিষিদ্ধ বেহুন্দী জাল ব্যবহার করে সামুদ্রিক মাছ শিকারের দায়ে ৮ জেলেকে প্রত্যকে ২০০০/= (দুই হাজার টাকা) করে মোট ১৬,০০০/= টাকা জরিমানা সহ আনুমানিক প্রায় ৮ লক্ষ টাকা মূল্যমানের জাল জব্দ করা হয়। পরবর্তীতে বিধি মতাবেক তা ধ্বংস করা হয়।
|
|
2017-11-21 - ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯-এ মোবাইল কোর্ট পরিচালনা
অদ্য ২১.১১.২০১৭ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ভাওড়া ইউনিয়নের ভাওড়া স্কুল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী অফিসার, মির্জাপুর, টাঙ্গাইল জনাব ইসরাত সাদমীন। মোবাইল পরিচালনাকালে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর, মির্জাপুর, টাঙ্গাইল জনাব ইসরাত জাহান উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টের অভিযানকালে ০৩ টি মুদি দোকান-এ অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতার দ্বারা সেবা গ্র্রহীতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানী ঘটানোর অপরাধে ০৩টি মোকদ্দমায় ৬,০০০/- টাকা জরিমানা করা হয়।
|
|
2017-11-21 - বাল্য বিবাহ নিরোধ।
অদ্য ২১-১১-২০১৭ তারিখে বিকাল ০৬:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উয়ার্শি ইউনিয়নের মইশামোরা গ্রামের হাজেরা (১৫) এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মির্জাপুর, টাঙ্গাইল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। হাজেরা বেগম (১৫) মইশামোরা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী। পিতা-আলহাজ মিয়া ও মাতা- সখিনা বেগম মেয়ের অমতে এই বিবাহের আয়োজন করেন। বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করে বাল্য বিবাহ বন্ধ করা হয়। অভিযান কালে কাজিকে পাওয়া যায়নি। বাল্য বিবাহ বন্ধ করে অভিযান শেষ করা হয়।
|
|
2017-11-19 - স্বপ্নার স্বপ্ন এবার সত্যি হবে।
অদ্য ১৯-১১-২০১৭ তারিখ বিকাল ০৬:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দড়িবহ গ্রামে স্বপ্না (১৩) এর বাড়িতে উপস্থিত হই। স্বপ্না মসদই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। সে পড়াশোনা করে বড় হতে চায়। স্বপ্নার পিতা- মোঃ ময়নাল হক মাতা- আছমা বেগম এবং বিবাহ উপলক্ষে উপস্থিত লোকজন এবং এলাকার লোকজনের সাথে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয় এবং বিবাহ বন্ধ করা হয়। স্বপ্নার বাবা ও মা অঙ্গিকার করেন ১৮ বছরের কম বয়সে মেয়ের বিবাহ দিবেন না। অভিযান কালে আনাইতারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী এবং মসদই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। স্বপ্নার বাবা এবং মায়ের নিকট হতে মুচলেকা আদায় করে বিবাহ বন্ধ করা হয়।
|
|
2017-10-12 - ইলিশের প্রধান প্রজনন মৌসুম-এ ইলিশ ধরা ও বিক্রয় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা।
অদ্য 12.10.17 খ্রিঃ সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর, গাজীপুর। মোবাইল কোর্ট পরিচালনা কালে কোন আসামী/দায়ী ব্যক্তি পাওয়া যায়নি বিধায় জরিমানা/সাজা প্রদান করা হয়নি। উল্লেখ্য যে, ০১ অক্টোবর হতে 22 অক্টোবর পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুম বিধায় ইলিশ ধরা ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ বিধায় মোবাইল কোর্ট পরিচালনা।
|
|
2017-10-11 - মোবাইল কোর্ট পরিচালনা
বিভিন্ন দোকানে পাটজানদ্রব্য ব্যবহার এর নিমিত্ত মোবাইল কোর্ট পরিচালনা।
|
|
2017-10-11 - বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা
অদ্য 11.10.17 খ্রিঃ তারিখ বাল্য বিবাহ বন্ধে মাঝুখান পশ্চিমপাড়া এলাকায় মোসাঃ ইসমত আরা, সহকারী কমিশনার (ভূমি), কালিয়াকৈর, গাজীপুর মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মুক্তি আক্তার নামে মেয়ের বাল্য বিবাহ বন্ধ করা হয়। বাল্য বিবাহ বন্ধে মোচলেকা গ্রহণ করা হয়। উক্ত তারিখে মেয়ের পিতা মোঃ মোক্তার আলী, মাতা ইশমত আরা, সাং- মাঝুখান, মোচলেকায় স্বাক্ষর করেন। তাছাড়া উক্ত মোচলেকায় মোসাঃ মাহফুজা বেগম, সদস্য সংরক্ষিত 7, 8, 9 নং ওয়ার্ড ও মোঃ মোশারফ হোসেন সদস্য 8 নং ওয়ার্ড4 নং মৌচাক ইউপি, কালিয়াকৈর, গাজীপুর এর জামিনদার হিসেবে গ্রহণ করেন। তারা উক্ত অঙ্গীকার নামায় 18 বছরের পূর্বে কোন স্থানে মেয়েকে বিয়ে দিবেন না মর্মে উল্লেখ করেন।
|
|
2017-10-03 - নাটোরে জুয়ার আসরে মোবাইল কোর্ট
প্রকাশ্য দিবালোকে জুয়ার আসর। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লেনদেন। সরকারি অফিস যেমন ৯টা-৫টা। এরাও নিয়ম করে বসে দুপুর থেকে সন্ধ্যা। দূর দূরান্ত থেকে খেলোয়াড় আসে । ফেরে নিঃস্ব হয়ে। বাতাস ভারী হয় হেরে যাওয়া খেলোয়াড় এর স্ত্রী, সন্তান আর বাবার আহাজারিতে। আছে ম্যানেজার, পাহারাদার ও অদৃশ্য পৃষ্ঠপোষক।আছে চুরি করে আনা গরু-ছাগল-মুরগি দিয়ে ভুরিভোজন, খাবার পানি-টয়লেট এর ব্যবস্থা। আসর উত্তরবঙ্গের অন্যতম ব্যবসাকেন্দ্র চাচকৈর বাজার থেকে কয়েক কিমি ভিতরে যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যন্ত প্রান্তরে। বাজারে প্রচার ছিল প্রশাসন ম্যানেজড। কোনও সমস্যা নেই। স্থানীয় কেউ ভয়ে কথা বলার সাহস পেতো না। জুয়ার প্রসার ঘটছিল দিন দিন। সাথে এলাকায় বাড়ছিল নানা অপরাধ । কিন্তু ওদের পোড়া কপাল । নাটোরে এখন আছে সত্যসাধক জেলা প্রশাসক শাহিনা খাতুন । নিজস্ব সূত্রে খবর পেয়ে জেলা প্রশাসক মহোদয় আদেশ দিলেন যে করেই হোক জুয়া বন্ধ করতেই হবে। দুবার অভিযান চালিয়ে সফল হওয়া গেল না। কারন নাটোর থেকে ম্যাজিস্ট্রেট রওনা দেওয়ার সাথে সাথে অদৃশ্য বাতাস থেকে তারা খবর পেয়ে যায়। অবশেষে ০৩-১০-২০১৭ তারিখে তেজস্বী নির্বাহি ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের অভিযানে অরিন্দম খাইলো ধরা। ম্যানেজার মহাশয় ও তার সহযোগীর কপাল পোড়া। অন্যরা অধরা। বেচারা ম্যানেজার আগামী তিন মাস লাল দালানে থাকবেন আর তার সহযোগী একমাস (কিছুটা অসুস্থ তাই)। চারটি ভ্যান ও পাঁচটি দামি মটর সাইকেল বাজেয়াপ্ত। এবার ধরা হবে জমির মালিককে এ কাজে সহায়তা দেয়ার জন্য আরো খোজা হচ্ছে পৃষ্টপোষককে সে যেই হোক না কেন।
|
|
2017-10-01 - রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চর আলগী এলাকার দুলাল উদ্দিন, ইব্রাহিম উদ্দিন, এরশাদ, আবদুল মোতালেব, হেলাল, রায়হান উদ্দিন এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার সিরাজ উদ্দিন, নূর আলম ও হানিফ। ১ অক্টোবর (রবিবার) সকালে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলী এ রায় দেন। এর আগে ৩০ সেপ্টেম্বর (শনিবার) রাত ১২টা থেকে সকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তর সম্মিলিতভাবে রামগতি থানা পুলিশ এর সহযোগিতায় মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনের উপস্থিতিতে অভিযানকালে গজারিয়া এলাকা থেকে ৯ জন জেলে আটক ও ১ হাজার মিটার জাল, নৌকা ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মা ইলিশ স্থানীয় এতিম, অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। প্রসঙ্গত, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ ২২ দিন ইলিশের অভয়াশ্রম এলাকায় সকল মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করছে সরকার।
|